কালিমা শাহাদাত
[কালিমা শাহাদাত] সাক্ষ্য বাক্য
اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله
[আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ দাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ।]
আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ভিন্ন আর কেহই ইবাদতের উপযুক্ত নাই। তিনি এক। তাঁর কোন অংশিদার নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে, মুহাম্মাদ সোয়াল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তাঁর প্রেরিত রাসুল।
মুহাম্মাদ সোয়াল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ব্যতিত কোন মা’বুদ নাই এবং আমি আল্লাহর রাসুল। যে কোন বান্দা এই কালিমা খাঁটি দিলে পড়িবে এবং আল্লাহর নিকট তাহা লইয়া হাজির হইবে, আল্লাহ তাহাকে দোযখের আগুন হতে রক্ষা করিবেন। [হায়াতুস সাহাবাহ (রাঃ), ১ম খন্ড, পৃষ্ঠা ৫৩৭]
মুহাম্মাদ সোয়াল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্য হতে কেউ উত্তম রূপে অজু করার
পর কালিমা শাহাদাত পড়লে, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। [মুসলিম, মিশকাত, নাসাই]


কোন মন্তব্য নেই